Advertisement
মোঃ রেজাউল ইসলাম
বতর্মান যুগের অন্যতম মাধ্যম,অনলাইন শক্তিকে কাজে লাগিয়ে দেশজুড়ে বিনা মূল্যে ২০০০তম উদ্যোক্তা প্রশিক্ষণ দিয়ে বিশ্বরেকর্ড করতে যাচ্ছে বাংলাদেশের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। এ প্লাটফর্মে ‘পণ্য নয়, বিশ্বাস বিক্রি’র প্রত্যয় নিয়ে দেশজুড়ে গড়ে উঠেছে ৬ লাখ মানবিক মানুষ ও ১ লাখ উদ্যোক্তা। প্রতি মঙ্গলবার নিজেদের অনলাইন প্ল্যাটফর্মে কেনাবেচা হয়েছে ১৫ কোটি টাকার পণ্য।
রবিবার ১৬ জুলাই, সকাল ১০ টায়, বরগুনায় জেলা টিমের আয়োজনে বরগুনার স্টার থাই চাইনিজ রেস্টুরেন্ট হল রুমে, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের টানা ২০০০ তম দিন প্রশিক্ষণের বিশ্বরেকর্ড উদযাপন করা হয়। উক্ত, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন, মোঃ একে জামান ভাই,বিশেষঃ অতিথি কাজী তোফাজ্জল হক ডেপুটি ম্যানেজার বরগুনা
বিসিক কার্যালয়। মোসাঃ মানসুরা রিনা জেলা প্রতিনিধি ও মডারেটর, সাংবাদিক মোঃ রেজাউল ইসলাম, মোসাঃ কেয়া মনি বেতাগী উপজেলা এম্বাসেডর, মোঃ শাওন বেতাগী উপজেলা এম্বাসেডর,বরগুনা সদর উপজেলা এম্বাসেডর
জাহাঙ্গীর হোসেন আমীর,সিদ্দিকুর রহমান শুভ ক্যাম্পাস এম্বাসেডর সুপার এক্টিভ ভলান্টিয়ার খোকন গাজী, আব্দুল্লাহ, ইশরাত জাহান নিপা, আয়েশা সহ আরো অনেকে।
নিজে বলার মত একটা গল্প ফাউন্ডেশনের উদ্দোক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে, তাদের নিজের নাম ও ব্যবসায়ের পরিচয় সহ- সকল কার্যক্রমের কথা তুলে ধরেন এবং তারা বলেন, আমাদের এই প্রিয় সংগঠনের বিশ্বরেকর্ড করায়, বাংলাদেশের দেশের ৬৪টি জেলাসহ বিশ্বের ২৮টি দেশে এক যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। উদ্দোক্তারা আরো বলেন, আমাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মেন্টর, মোঃ ইকবাল বাহার জাহিদ স্যারের আর্দশকে বুকে লালন করে, তার শিক্ষানো সকল কাজ কে ভালবেসে, কাজ করে জীবনের প্রতিটি মুহূর্তে এগিয়ে যাবো। আমাদের স্যার সুধু কাজ শিক্ষান না, ভালো মানুষ, মানবিক মানুষ তৈরির কাজ করেন। ইকবাল বাহার জাহিদ স্যার, আমাদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে থাকেন। আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানে সাড়ে ৫ বছরে প্রশিক্ষণ নিয়েছেন ৬ লাখ ৭৫ জন উদ্যোক্তা।