lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-18T11:51:44Z
স্বাস্থ্য ও চিকিৎসা

ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশনা

Advertisement

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দালাল মুক্ত করতে এবার কঠোর ভূমিকা পালন করছেন চিকিৎসক ও হাসপাতালের প্রশাসন বিভাগ। এরই অংশ হিসেবে গতকাল রবিবার দুপুরে এক দালালকে চর থাপ্পর দিয়ে হাসপাতাল থেকে বের করে দেওয়ার  ঘটনা ঘটে।

একই সঙ্গে সপ্তাহে দুদিন নির্ধারিত সময় ছাড়া হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ঘোরাঘুরি না করা, হাসপাতালের ভেতরে বেসরকারি অ্যাম্বুল্যান্সসহ প্রাইভেট কার রেখে পরিবেশ নষ্ট না করার জন্য কঠোরভাবে নির্দেশ দিয়ে নোটিশ লাগানো হয়।

হাসপাতালের জরুরি বিভাগে ওষুধ কোম্পানির প্রতিনিধি ভিজিট, ক্লিনিকের দালালদের অবস্থান ও যেখানে সেখানে যানবাহন রাখা বন্ধ করতে আইনগত ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেওয়া হয়।

 (১৭ জুলাই) সোমবার দুপুরে মুঠোফোনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ এফ এ আসমা খানের সাথে যোগাযোগ করলে তিনি এ বিষযটি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন ঈশ্বরদীর কয়েকটি ক্লিনিকের নিয়োগকৃত দালাল সারাদিন হাসপাতালে ঘোরাঘুরি করে। গ্রাম থেকে কোনো রোগী হাসপাতালে এলেই এসব দালালরা রোগীর অভিভাবকদের অন্য ক্লিনিকে নিয়ে যায়। এতে টাকা খরচ হলেও সঠিক সময়ে প্রয়োজনীয় সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।

এ ব্যাপারে উপজেলা বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম শামীম জানান, হাসপাতালকে দালালমুক্ত, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নির্ধারিত দিনের সময় ছাড়া হাসপাতালে আসা রোধ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে হাসপাতালের অভ্যন্তরে বেসরকারি অ্যাম্বুল্যান্স, প্রাইভেট কার রাখা হয়। ফলে রোগী নিয়ে আসা গাড়িগুলোর খুবই সমস্যা হয়। ফলে হাসপাতালে চিকিৎসার পরিবেশ ফেরাতে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এফ এ আসমা খান জানান, নোটিশ দিয়েও দীর্ঘদিন ধরে চেষ্টা করেও হাসপাতালকে দালাল মুক্ত করা যাচ্ছিল না। গতকাল রবিবারে এক দালালকে থাপ্পর মেরে হাসপাতাল থেকে বের করে দেওয়ার ঘটনার পর থেকে দালালদের দেখা যাচ্ছে না। ওষুধ কোম্পানির প্রতিনিধি ও গাড়ির ক্ষেত্রেও সতর্কতা দেখা যাচ্ছে। তবে ভালো কাজ করতে গিয়ে এক দালালকে থাপ্পর মারা ঘটনাটিকে একটি চক্র ভিন্নখাতে নেওয়া চেষ্টা করছে বলেও অভিযোগ করেন এই চিকিৎসক।