lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৮ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-08T11:59:35Z
আইন ও অপরাধ

ঝিকরগাছায় ৪০০গ্রাম গাঁজা সহ ৩ মাদক চোরাকারবারি আটক

Advertisement

জহিরুল ইসলাম যশোর জেলা প্রতিনিধি 

যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় প্রায় ৪০০গ্রাম গাঁজা সহ তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ।

যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার বিপিএম(বার), পিপিএম মহোদয়ের তত্বাবধানে ও নিশাত আল নাহিয়ান, সহকারী পুলিশ সুপার,  নাভারণ সার্কেল ও ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ সুমন ভক্তের সার্বিক দিকনির্দেশনায় একদল চৌকস পুলিশ টিম অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেন। 

আটককৃত আসামীঃ ১। ওলিয়ার রহমান (৬৩), কাউরিয়া গ্রামের  মৃত ওমর আলীর পুত্র, ২। সুমন হোসেন (২৬) পুরন্দপুর গ্রামের জয়নাল আবেদীনের পুত্র, ও  ৩ নং আসামী নুর বক্স বল্লা গ্রামের মৃত আঃ লতিফের পুত্র। তারা সবাই ঝিকরগাছা উপজেলার বাসিন্দা। 

থানা সূত্রে জানা যায়,  (৭জুলাই) শুক্রবার সন্ধ্যার সময়  ঝিকরগাছা পান বাজার হতে ওলিয়ার রহমান কে ২২৫গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১৮,৫৩০ টাকা, ঝিকরগাছা থানার মোড় পুরন্দপুর (গরুর হাট) হতে সুমন হোসেনকে ২৫গ্রাম গাঁজ  সহ আটক করে।

শিহর দাহ ক্যাম্প ইনচার্জ  দেবব্রত ঘোষের নের্তৃত্বে বল্লা গ্রামে তার নিজ চায়ের দোকান হতে ১০৫ গ্রাম গাঁজা সহ নুর বক্সকে আটক করে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, তিনজন আসামীকে মাদকসহ আটক করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। তাদেরকে  আদালতে সোর্পদ করা হয়েছে।