Advertisement
মোঃ ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে থানা পুলিশের অভিযানে মাদক দ্রব্য ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দেশীয় অস্ত্র বার্মিজ চাকু সহ ১০ জন কে আটক করা হয়েছে। ৫ জুলাই বুধবার দিবাগত রাত্রীতে সারিয়াকান্দি থানা এলাকায় পুলিশের টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চর গোসাইবাড়ী ইসমাইল ফকিরের ছেলে রাজু ওরফে হাবলু(২৩) এর নিকট থেকে দেশীয় অস্ত্র ধারালো বার্মিজ চাকু(তাছাড়াও সে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী), ধাপ (ফকিরপাড়া) নুরুল ইসলাম এর ছেলে শাহীন আলম(৩৮) কে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং রাজশাহী জেলার বোয়ালমারী থানার কাদিরগঞ্জ দড়িখরবোনা(গেটার রোড) এলাকার পিন্টুর ছেলে মেহেদী হাসান সনি(৩২), সারিয়াকান্দি মন্ডলবাড়ী মিঠু মন্ডলের ছেলে আহম্মেদ শাকিল ওসমান(২৮), বগুড়া সদর ফুলবাড়ী দক্ষিণ পাড়া মৃত-আনোয়ারা বেগমের মেয়ে শাপলা আক্তার নিশি(২৮), গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা শিবপুর শ্রীমুখ কেশবপুর এলাকার আবু তাহের প্রধান এর মেয়ে উম্মে সোহানা খাতুন ওরফে তানিয়া(২৪)কে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট সেবনের সরঞ্জামাদিসহ আটক করে তাদের বিরুদ্ধে পৃথক আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়। তাছাড়াও ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় দিঘলকান্দি এলাকার ওমর আলীর ছেলে ইমন সরদার(২৭), রামনগর রাশিদুল ইসলাম ওরফে রাশুর ছেলে জিহাদ হোসেন ওরফে আকাশ(২০), সোনাতলা উপজেলার শ্যামপুর বাদশা প্রামাণিকের ছেলে রাজ্জাক(২৫) ও চর গোসাইবাড়ী শাহ আলমের ছেলে দুলাল প্রাং কে আটক করা হয়। আসামীদের আটকের বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী জানান, আসামীদেরকে আটক করে পৃথক পৃথক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ সহ যে কোনো অপরাধ নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।