Advertisement
শাহনেওয়াজ শাহ্, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজর উদ্ভিদবিজ্ঞান বিভাগের আয়োজনে বংশগতির জনক গ্রেগর জোহান মেন্ডেল এর ২০১ তম জন্মবার্ষিকী ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩১ জুলাই, সোমবার বেলা ৯ টায় গ্রেগর জোহান মেন্ডেল এর জন্মবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাস থেকে একটি আনন্দ শুভযাত্রা বের হয়ে ফারুকী ফার্কে (অবকাশ) গিয়ে শেষ হয়। এসময় শিক্ষার্থীদের হাতে ব্যানর, ফেস্টুন ও প্লে কার্ডের মাধ্যমে মেন্ডেলের বিভিন্ন তত্ত্ব, সূত্র ও আবিষ্কারের তথ্য উপস্থাপন করা হয়।
পরে সকাল ১০ টায় মেন্ডেলের জন্মবার্ষিকী ও নবীন বরণ অনুষ্ঠান দু'জাহান জারিয়াত পাপড়ি ও জুবায়ের আহমেদ এর যৌথ সঞ্চালনায় শাহনেওয়াজ শাহ্ এর কোরআন তিলাওয়াত এর মাধ্যমে শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দিলার আক্তার খান এবং স্বাগত বক্তব্য রাখেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আবুল খায়ের ভূঞা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ হামজা মাহমুদ, প্রধান আলোচক হিসেব উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বিভূতিভূষণ দেবনাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু সালেহ মোহাম্মদ নইমুদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইংরেজি বিভাগের বিভগীয় প্রধান মোহাম্মদ আবু হানিফ, ব্যবস্থাপনা বিভাগের, প্রফেসর খালেদ হোসেন খান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শায়লা ইয়াসমিন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনির হোসাইন সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
প্রধান আলোচক প্রফেসর বিভূতিভূষণ দেবনাত তার বক্তব্যে গ্রেগর জোহান মেন্ডেলের আবিস্কার ও জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, বংশগতিতে অসামান্য অবদান রাখার কারণে মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়। তিনিই সর্বপ্রথম আবিষ্কার করেন সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে তার জন্য পিতা নাকি মাতা দায়ী। যার ফলে সামাজিক কুসংস্কার দূর হয়। উদ্ভিদবিজ্ঞান ছাড়াও পদার্থবিজ্ঞান সহ আরো বেশ কয়েকটি বিজ্ঞানের বিভাগে তাঁর অসামান্য অবদান রয়েছে।পরিশেষে তিনি সকলকে গ্রগর জোহান মেন্ডেলের জীবনী পড়ে অনুপ্রাণিত হতে বলেন এবং সকলের জন্য শুভ কামনা করেন।
পরে উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দিলার আক্তার খান এর সমাপনী বক্তব্য শেষে কেক কেটে দিনটিকে উদযাপন করা হয়।