lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৮ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-08T05:06:20Z
দুর্ঘটনা

জারিয়া টু ময়মনসিংহগামী ট্রেনে কাটা পড়ে এক ১ ব্যক্তি নিহত

Advertisement

মোঃ মোরসালিন ময়মনসিংহ গৌরীপুর প্রতিনিধি: 

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার জিনাইকান্দি গ্রামের প্রাইমারি স্কুলের সামনে শনিবার ভোর আনুমানিক ৫ঃ৪০ মিনিটের দিকে শ্যামগঞ্জ বাজার স্টেশন হতে  ময়মনসিংহগামী ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হন। লোকটির দেহ ট্রেনের চাকার নিচে পড়ে যাওয়াতে প্রতিটি অঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হওয়াতে তার পরিচয় সঠিক পাওয়া যাচ্ছে না। তার মুখ মন্ডল খুঁজে পাওয়া যাচ্ছে না । তাকে চেনার উপায় তার গায়ে শার্ট ,গামছা, লুঙ্গি, ও তার জুতার ছবি দেখে। স্থানীয় এলাকাবাসীর ধারণা লোকটি  মস্তিষ্ক বিঘ্নিত পাগল ছিল। ধারণা করা হচ্ছে লোকটি ট্রেন থেকেই ইচ্ছাকৃতভাবেই লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।