Advertisement
বাকেরগঞ্জ প্রতিনিধি মাসুদুর রহমান মোর্শেদ
বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামীলীগ বাকেরগঞ্জ উপজেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত (১০ জুলাই সোমবার) বরিশাল জেলা মহিলা আওয়ামীলীগর রাজনৈতিক কার্যালয়ে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম মাহেরু (পারুল) ও সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুন নাহার (মেরী)এ কমিটি ঘোষণা করেন।
সম্মেলনের প্রায় ৬ বছর পর গত ১০ জুলাই বাকেরগঞ্জ উপজেলার নতুন মহিলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় ।এতে সভাপতি হন বাকেরগঞ্জ উপজেলার বার বার নির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম (মিনু) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সৈয়দা নাদিয়া পারভীন (সানু)। পূর্ণাঙ্গ কমিটিতে ১০ জনকে সহসভাপতি, ৫ জনকে যুগ্ম সম্পাদক ও ৫ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
সহসভাপতি নির্বাচিত হয়েছেন শিউলি আক্তার, মনোয়ারা বেগম,আনোয়ারা বেগম,নুরুন নাহার বেগম, শাহনাজ পারভীন,হাছিনা বেগম,জায়েদা বেগম,মায়া বেগম, নিলুফা বেগম। র্যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিলি তালুকদার,ইভানা জাহান,সারমিন আক্তার (পাখি), তাসলিমা আক্তার পাপড়ি,রিনা আক্তার।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাজমা বেগম,কহিনুর বেগম, নূপুর রানী দাস, সুরাইয়া রহমান (নাদিয়া),কাজল বেগম। আরও ১৩ জনকে অন্যান্য বিষয়ের সম্পাদক করা হয়েছে।
কমিটি ঘোষণার বিষয়ে জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সসৈয়দা মনিরুন নাহার (মেরী) বলেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ বাকেরগঞ্জ উপজেলা শাখার কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এ কমিটিতে দলের ত্যাগী নেতা-কর্মীদের স্থান দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটি সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবে বলে আশা রাখি।