Advertisement
আল আমিন স্বাধীন,মান্দা (নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর মান্দায় অজ্ঞাত এক নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে ভালাইন ইউনিয়নের আয়াপুর এলাকার পাগলিতলা মণ্ডপের পাশের একটি ঘাস খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আয়াপুর গ্রামের বাসিন্দা আব্দুল জলিল বলেন, পাগলিতলা মণ্ডপের কাছে আমার একটি ঘাসের খেত আছে। আজ সকালে ছেলে রাজু আহমেদ সেখানে ঘাস কাটতে গিয়ে মরদেহটি দেখতে পায়। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে যান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কীভাবে তাঁকে হত্যা করা হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।