lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১৬ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-16T09:30:32Z
আইন ও অপরাধ

খুলনার বটিয়াঘাটায় ইয়াবাসহ ১জন কে আটক করেছে ডিবি

Advertisement

মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি:

খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান পিপিএম-সেবা এর সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ  নিজাম উদ্দিন মোল্যার  নেতৃত্বে এসআই শেখ ইমরুল করিম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জেলার বটিয়াঘাটা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ১৫ই জুলাই রাত আনুমানিক পৌনে ৯ টার সময় বটিয়াঘাটা থানাধীন বিরাট গ্রামস্থ এনামুল শেখের বসতবাড়ির পশ্চিম পাশে সৈয়দ মার্কেট হতে পশ্চিমপাড়া জামে মসজিদ গামী ইটের সলিং রাস্তার উপর থেকে আসামি, মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে টিপু (৪৫), পিতা, হরমুজ আলী, স্থায়ী সাং- চুলকাঠি, থানা ফকিরহাট, জেলা- বাগেরহাট, বর্তমান সাং- বিরাট, থানা- বটিয়াঘাটা, জেলা খুলনাকে আটক করেন। এ সময় আটক আসামির হেফাজত হতে ২০৮ (দুইশত আট) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন জেলা ডিবি পুলিশ খুলনা। উক্ত ঘটনায় এসআই শেখ ইমরুল করিম বাদী হয়ে বটিয়াঘাটা থানায় এজাহার দায়ের করেন। 

উল্লেখ্য:  আটক আসামির নামে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।