মঙ্গলবার 8 এপ্রিল 2025

lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১৬ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-16T14:34:08Z
জেলার সংবাদ

সুনামগঞ্জ জেলা শিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

Advertisement

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

“দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্র ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান'২৩ কর্মসূচি উপলক্ষ্যে গাছের চারা রোপণ ও বিতরণ করে ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও পাঠাগার সম্পাদক আব্দুল কাইয়ুম মুরাদ।

প্রধান অতিথি বলেন, ২৫শে জুন থেকে ২৪শে জুলাই পর্যন্ত মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান'২৩ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সংগঠন। কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা আজ গাছের চারা রোপণ ও বিতরণের আয়োজন করেছে। আমরা আশাকরি দেশের ২৫% বনায়নে রুপান্তরিত করতে আমাদের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। আমরা আহ্বান রাখতে চাই, দেশের পরিবেশ রক্ষার্থে বৃক্ষ নিধন না করে, বৃক্ষরোপণে সবার এগিয়ে আসা দরকার।

সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় কয়েক'শ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করে জেলা শিবির। জানা যায়, এ কর্মসূচী জেলা ব্যাপী চলমান থাকবে। এতে উপস্থিত ছিলেন জেলা শিবিরের সভাপতি তাহমিদ আহমদ, জেলা সেক্রেটারি মনিরুজ্জামান পিয়াস, জেলা অর্থ সম্পাদক শামীম আহমদ, এইচআরডি সম্পাদক মেহেদী হাসান তুহিন সহ জেলা ও থানা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।