lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৩ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-03T11:36:30Z
নির্বাচন

দুমকিতে ইউপি নির্বাচন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার ছেঁড়াসহ মারধরের অভিযোগ

Advertisement

মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধিঃ 

পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফুটবল প্রতীকের প্রার্থী মোঃ খলিলুর রহমানের বিরুদ্ধে হুমকি, বহিরাগত দিয়ে মারধর ও পোষ্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন অপর প্রার্থী মোঃ নুরুল আমিন। 

রবিবার(২জুলাই) নুরুল আমিন উপজেলা রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। এতে তিনি লিখেছেন, মোঃ খলিলুর রহমানের ছেলে মোঃ আরিফ(মাসুম বিল্লাহ) ও ভাইয়ের ছেলে মিজানুর রহমান এবং তার কর্মীরা নুরুল আমিনের  কর্মীসমর্থকদের হুমকি দিচ্ছে যাতে প্রচার প্রচারণায় অংশ গ্রহণ না করেন। তারা ফুটবল প্রতীকে ভোট দেয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছেন। দুমকি বাজার সংলগ্ন বহিরাগত ভাড়াটিয়া কর্মী মোঃ শাওন দ্বারা নুরুল আমিনের কর্মীকে মারপিট করানো হয়েছে যা ঘটনাস্থলের অনেকেই দেখেছেন। এমনকি খলিলুর রহমান তার কর্মী সমর্থকদের দ্বারা নুরুল আমিনের সাঁটানো পোষ্টার ছিঁড়ে ফেলার অভিযোগ‌ও করেন। 

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মেম্বর প্রার্থী খলিলুর রহমান বাংলাদেশ প্রকাশকে বলেন, আমার ব্যাপারে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। 

তিনি আরো বলেন, আমি বিষয়টি অবগত নই। আমার প্রতিপক্ষ আমার  ব্যাপক সমর্থন দেখে ঈর্ষান্বিত হয়ে মিথ্যা অভিযোগ দাখিল করছেন 

দুমকি উপজেলা রিটার্নিং অফিসার মোঃ সুমন মিয়া জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি পরবর্তী পদক্ষেপের জন্য তাৎক্ষণিক ভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে জানানো হয়েছে।