lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-01T15:19:17Z
আইন ও অপরাধ

পটুয়াখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় আহত-২

Advertisement

পটুয়াখালী প্রতিনিধিঃ 

পটুয়াখালীর মোঃ  রায়হান (২৫)  ও  মোঃ নোমান(২২) নামের একই পরিবারের দুইভাই কলেজ পড়ুয়া ছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে। 

শুক্রবার(৩০জুন) রাত সাড়ে ৭টার দিকে চৌরাস্তা মসজিদ মার্কেটের বিকাশ দোকানের সামনে এ ঘটনা ঘটে। 

আহত মোঃরায়হান ও  মোঃ নোমান পটুয়াখালী জেলা সদরের নন্দকানাই এলাকার মোঃ শহিদুল ইসলাম আকন এর ছেলে।

আহত রায়হান জানান, বাবার দেয়া নগদ ২০হাজার টাকা তার এক মামার কাছে পাঠানোর উদ্দেশ্য নন্দকানাই থেকে চৌরাস্তার যাওয়ার সময় রাস্তায় পাশে চৌরাস্তায় মসজিদ মার্কেট বিকাশের দোকানের সামনে পৌঁছালে গতিরোধ করে কতিপয় কিশোর গ্যাংয়ের সদস্য এসব টেরপেয়ে সে তার ছোট ভাই মোঃ নোমান কে খবর দিলে সেও চলে আসে।  কিন্তু ওই কিশোর গ্যাংলিডার লাবু যখন জানতে পারে যে রায়হানের কাছে নগদ ২০ হাজার টাকা আছে তখন গ্যাংলিডার লাবু ও আরিফ ধাওয়া করলে রায়হান তাদের ভয়ে মসজিদের মার্কেটে আশ্রয় নেয়। সেখান থেকে আরিফকে ধরে  নিয়ে যায় এবং আরিফের ভাই উদ্ধার করতে এলে তাঁকেও মারধরসহ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ওই গ্যাংলিডার লাবু, আরিফ, শুভ, হৃদয়, ওমরসহ ১০ থেকে ১৫ সদস্য। এতে নোমান ও রায়হানের প্রচুর রক্তক্ষরণ হয় এবং রায়হানের কাছে থাকা ওই ২০ হাজার টাকা এবং নোমানের শ্বশুরবাড়ি থেকে দেয়া তার গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন এবং দুটি android mobile phone নিয়ে নেয়। এসময় রায়হান ও তার ভাই ডাক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এলে আক্রমণকারীরা পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগীতায় নোমান ও  রায়হানকে উদ্ধার করে পটুয়াখালী  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী সদর থানার ওসি মোঃ মনিরুজ্জামান  বাংলাদেশ প্রকাশকে বলেন, এখনও কোন অভিযোগ পাইনি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।