lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-11T13:13:34Z
জেলার সংবাদ

ঠাকুরগাঁও সদর উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত করার লক্ষ্যে সভা

Advertisement

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও সদর উপজেলাকে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীনমুক্ত করার লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত হয়। ১১ জুলাই মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়। ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত যৌথ সভায় ঠাকুরগাঁও সদর উপজেলা নিবাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, বিশেষ অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সালন্দর ইউপি চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী, জামালপুর ইউপি চেয়ারম্যান এস,এম মোস্তাক, নারগুন ইউপি চেয়ারম্যান মো: সেরেকুল ইসলাম, বালিয়া ইউপি চেয়ারম্যান মো: জুলফিকার আলী ভুট্টো, চিলারং ইউপি চেয়ারম্যান মো: ফজলুর রহমান, প্রমুখ। সভায় জানানো হয় , ঠাকুরগাঁও সদর উপজেলায় ৪ ধাপে মোট ২ হাজার ২৫৮ জন গৃহহীন ও ভূমিহীনকে পুনর্বাসন করা হয়েছে। এর মধ্যে যাদের কোন জমি ছিল না তাদের এবং যাদের সামান্য কিছু জমি ছিল কিন্তু বাড়ি করার সক্ষমতা ছিলনা উভয়েই এ সুবিধার আওতায় এসেছে। ঠাকুরগাঁও সদর উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষনা করার লক্ষ্যে প্রস্তাবনা ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে বলে জানানো হয় সভায়।