Advertisement
হাফছা খাতুন স্টাফ রিপোর্টারঃ
বগুড়া সেন্ট্রাল হাইস্কুল প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির কমিটি গঠনকল্পে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বগুড়া সেন্ট্রাল হাইস্কুলের এডঃ আব্দুল বারী অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অবসর প্রাপ্ত অধ্যাপক মোখলেছুর রহমান।
ডা. মিজানুর রহমানের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন,বগুড়া সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, প্রাক্তন ছাত্র দিলবর রহমান বাদশা, ইঞ্জিনিয়ার আবদুল আজিজ, আব্দুল মান্নান, সফিকুল ইসলাম সফিক ও প্রাক্তন ছাত্র রেজাউল করিম যাদু প্রমুখ। আলোচনা সভা শেষে রেজাউল করিম যাদুকে সভাপতি ও দিলবর রহমান বাদশকে সাধারণ সম্পাদক এবং শফিকুল ইসলাম শফিককে সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।