lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১০ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-10T10:34:03Z
আইন ও অপরাধ

সাদুল্লাপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Advertisement

মোঃ হারুন অর রশিদ,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলা  সাদুল্লাপুর উপজেলা ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হৃদয় শেখ মিঠু (৩৮) নামের এক যুবককে গাজীপুর থেকে  গ্রেফতার করেছে থানা পুলিশের একটি অভিযান টিম।  

সোমবার (১০ জুলাই) দুপুরে ১ টায়  সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল আলম এ তথ্য নিশ্চিত করেন। 

গ্রেফতারকৃত হৃদয় শেখ মিঠু নামের যুবক সে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর গ্রামের মিনহাজ শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত হৃদয় শেখ মিঠু নামের যুবকের  বিরুদ্ধে বিগত ২০১০ সালের একটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলায় তাকে বিজ্ঞ আদালত  ১৪ বছরের সাজা ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন বিজ্ঞ আদালত।

 এসময় সাজাপ্রাপ্ত  আসামি মিঠু আত্নসমর্পন না করে দীর্ঘদিন ধরে সে নিজেকে আত্নগোপন করে স্থান পরিবর্তন করে পলাতক ছিলেন। 

এরি ধারাবাহিকতায় সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রাখার একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (০৯ জুলাই) দিবাগত রাতে গাজীপুর এলাকা থেকে মিঠুকে  গ্রেফতার করে পুলিশের একটি অভিযান টিম।

এবিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল আলম জানান, ধৃত আসামিকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত বিধি মোতাবেক গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।