Advertisement
মোঃ মোরসালিন গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে আজ শুক্রবার জুমার নামাজের পর সুইডেন রাষ্ট্রীয় সহযোগিতায় পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ থেকে এই বিশাল বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে মিছিলটিতে যুক্ত হয় শ্যামগঞ্জ বাজারের আরো পাঁচটি মসজিদের ইমাম খতিব ও মুসল্লিরা। বিশাল এই বিক্ষোভ মিছিলটি সভাপতিত্ব করেন শ্যামগঞ্জ বাজার বড় মসজিদের খতিব মাওলানা এ কে এম জয়নাল আবেদীন । উপস্থিত ছিলেন গোহালাকান্দা মসজিদের ইমাম মাওলানা নোমান সিরাজী, গরুহাটা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হক,জালশুকা জামে মসজিদের ইমাম মাওলানা বোরহান উদ্দিন। আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সালেহ আহমদ চাঁন মিয়া, ছিলেন জাতীয় পার্টির রাজনৈতিক ব্যক্তি কেরামত আলী, আরো ছিলেন বাজারের ব্যবসায়িক হানিফ উদ্দিন, মামুন আকন্দ, আল আলামিন, আব্দুর রাজ্জাক, সহ আরো অনেকেই। মিছিল শেষে বক্তারা বলেন । অবিলম্বে সুইডেনের রাষ্ট্রদূত কে তলব করে কঠিন ভাষায় সাবধান করে দেয়া হোক । এবং এ ঘটনার সাথে যারা জড়িত এবং যে করেছে তাকে ফাঁসিতে ঝুলানো হোক । পরিশেষে বক্তারা বলেন ভবিষ্যতে যদি কোন দেশ মুসলমানদের ধর্মীয় কোন কিছুতে আঘাত করে তাহলে সেটার তীব্র প্রতিবাদ জানানো হবে ।