Advertisement
মো: হোসেন (সুমন),কক্সবাজার জেলা প্রতিনিধি
বশির দোকান থেকে মুসলিমের দোকান পর্যন্ত ২০০মিটার ব্রেকসলিন রাস্তা কথা তাকলেও ঐ পর্যন্ত করার হয় নাই। এর মধ্যে রাস্তা কাজ হয়েছে মাএ ১০০মিটার প্রায় । বাকি রাস্তাটি এখন জনগণের চলাচলের অনুপযোগী,অকেজু, কাদায় ভরপুর, ঐ রাস্তা দিয়ে বাজারঘাট,স্কুলের শিক্ষার্থী, অসুস্থ রোগী,এলাকায় ময়মুরুব্বী, নামাজ পড়তে যাওয়া আসা,খুব কষ্টকর হয়ে উঠেছে, সেই রাস্তা বর্তমান এমন পরিস্থিতি বিরাজ করতেছে যে সেইখানে এখন চাষাবাদ করতে পারবে,এমন অবস্থায় এলাকার জনসাধারণের দাবি হলো, বাকি রাস্তার কাজটি শেষ করে এলাকার স্থানীয় বাসিন্দাদের চলাচলের উপযোগী করে তোলা হোক, এবং এক নং ঝিলংজা ইউনিয়ন পরিষদের, রোড,ঘাট,কালভার ড্রইন, আরোও উন্নয়নের ছোঁয়া বাড়িয়ে দেয়া। রাস্তাটি কাজের
অর্থ বছর-২০২০/২০২১ইং রাস্তা কাজটি উন্নয়ন করার কথা ছিল,পশ্চিম লালপাড়া,১নং ঝিলংজা সদর কক্সবাজার।
এই বিষয় বিভিন্ন দপ্তরে ফোন করা হলে, ফোনটি রিসিভ করা হয় নাই।