Advertisement
আলমগীর হুসাইন অর্থ:
ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের চালক সহ দুইজন নিহত হয়েছে। এসময় আরও দুইজন কে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে সাঁথিয়া উপজেলাধীন কাশিনাথপুর ইউনিয়নের চন্ডীপুর নামক স্থানে।
ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয় সুত্রে জানা যায়, ৬ই জুলাই ( বৃহস্পতিবার) ভোর ৬:৩০ মিনিটে পাবনা থেকে ঢালারচর গামী ঢালারচর এক্সপ্রেস ট্রেন কাবারীকোলা থেকে কাশিনাথপুর গামী মোটরসাইকেল কে ধাক্কা মারে। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক জামিরুল (২৮),পিতা:মাসুদ মুন্সি ও মোটরসাইকেলে থাকা বাবু মুন্সি (২২), পিতা: জালাল মুন্সি, উভয়ের সাং- কাবারীকোলা নিহত হয়। এছাড়াও মোটরসাইকেলে থাকা একই গ্রামের মমিন সিকদার (২৩), পিতা: মন্তাজ সিকদার ও চন্ডীপুর গ্রামের আওয়াল (৫০) মোটরসাইকেল গায়ের উপর পড়ে আহত হয়।
এলাকাবাসী জানান, জামিরুল মুন্সী কাশিনাথপুর বাজারের একজন সম্ভ্রান্ত ভূষেঁল ব্যবসায়ী। দোকানে হালখাতা থাকায় ভোর বেলা তারা তিনজন মোটরসাইকেল যোগে কাশিনাথপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
ট্রেন দুর্ঘটনা সম্পর্কে এলাকার সচেতন সমাজের প্রতিনিধিরা বলেন, অপরিকল্পিত পরিচালনা ব্যবস্থা ( রেল ক্রসিং না থাকার) 'র কারনে এই দুর্ঘটনায় ঝরে গেলে দুইটি তাজা প্রাণ। তারা অবিলম্বে চন্ডীপুর সহ সকল রাস্তার সংযোগস্থলে রেল ক্রসিং বসানোর দাবি জানান।