lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-04T04:44:10Z
জেলার সংবাদ

সিলেট নগরীর দক্ষিণ সুরমা কুখ্যাত জুয়ারী কাশেম চক্রের কবল থেকে চোরাই মোটর সাইকেল উদ্ধার,আটক ৩

Advertisement

স্টাফ রিপোর্টার:

দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে সেই সাথে কুখ্যাত জোয়ারী কাশেম চক্রের কবল থেকে চূড়ায় কৃত মোটরসাইকেল উদ্ধার করতে সম্মত হয়।এছাড়া দক্ষিণ সুরমার কুখ্যাত জুয়ারি কাশেম চক্রের তিন সদস্য কে পুলিশ আটক করে।

বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের তিন সদস্য আটকের পর তাদের স্বীকারুক্তির ভিত্তিতে সাধুরবাজার বাশঁপালা মার্কেট এর সামন থেকে একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে। যাহার নাম্বার সিলেট ল -১২ -১৯৫৩

আসামীগণ হচ্ছে( ১) নাছির আহমদ (২৬),পিতা-মৃত বাবুল মিয়া,সাং-গাঙ্গু ১নং রোড,বরইকান্দি, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট।(২) মো: লিটন মিয়া (৩৫), পিতা-মৃত দুদু মিয়া, সাং- খোজারখলা রেললাইন সংলগ্ন, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট। (৩) মো: রুবেল আহমদ (২৮), পিতা-মো: শাহজাহান মিয়া, সাং- লোহাগড়া, থানা- মুরাদনগর, জেলা-কুমিল্লা। 

বর্তমান সাধুর বাজার ছালিমের বাসা,থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট। (৪) আলিম উদ্দিন (৩৮),পিতা-মৃত জয়নাল আবেদিন ওরফে(জয়নুল), সাং-বরইকান্দি ১নং রোড সুনামপুর, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট।

উল্লেখ্য ২৫জুন দিবাগত রাত ৩.৫০ ঘটিকা অর্থাৎ ২৬জুন ভোরে ৩/৪জন ছিনতাইকারী যমুনা ওয়েল ডিপোর সামনে পাকা রাস্তায় দলবদ্ধ হয়ে লোহার রড হাতে নিয়ে কানাইঘাট উপজেলার বর গ্রামের মৃত মখলিছুর রহমানের পুত্র ফরিদ উদ্দিনের মোটর সাইকেলের গতি রোধ করে ভয়ভীতি দেখিয়ে নগদ ৩২হাজার টাকা একটি 5 star বাটন মোবাইল ফোন এবং একটি পালসার মোটর সাইকেলে ছিনিয়ে নেয়। ২৬জুন সকাল ১১ঘটিকার সময় ৪জনকে আসামী করে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন। মামলা নং ২১/১৭১ তারিখ ২৬জুন ২০২৩ ইংরেজি।

আসামীরা সাধুর বাজার বাশপালা মার্কেটের সুরমা মহল শীলং তীর জোয়ার ডিলার কুখ্যাত সম্রাট আবুল কাশেমের ঘনিষ্ট সহযোগী ও শিলং তীর নামক জোয়ার টুকেন দাতা। ঐ চক্রটি দীর্ঘদিন থেকে সাধুর বাজার বাশপালা মার্কট,ভার্থখলা,এলাকায় চুরি,ছিনতাই, এবং মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তাদের গডফাদার শীলং তীর জোয়ার সম্রাট আবুল কাশেম।