Advertisement
আছমা আক্তার আখি,পঞ্চগড় প্রতিনিধি:-পঞ্চগড়ের বিভিন্ন হাটবাজারে নিষিদ্ধ কারেন্ট জাল প্রকাশ্যে বিক্রি হচ্ছে দেখার কেউ নেই, এই সময় এসব কারেন্ট জালে আটকা পড়ছে পোনা মাছ সহ ডিমে ভরা মা মাছ। একদিকে কীটনাশক ঔষধের কারণে অন্যদিকে কারেন্ট জাল ব্যবহারে আজ বিলুপ্তির পথে দেশীয় মাছ।
সরেজমিনে ঘুরে দেখা গেছে পঞ্চগড়ের বিভিন্ন হাটবাজারে প্রকাশ্যে এসো অবৈধ ও নিষিদ্ধ কারেন্টা জাল বিক্রি করছে কিছু অসাধু জাল ব্যবসায়ীরা। বর্ষা এলেই এসব অসাধু ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকার কারেন্ট জাল বিক্রি করে হচ্ছে লাভবান। আর আমরা হারাচ্ছি আমিষ জাতিও খাবার দেশীয় মাছ, এসব কারেন্ট জাল বিক্রি করতে দেখে এ বিষয়ে কর্তৃপক্ষকে জানালে কোন পদক্ষেপ নেওয়া হয় না।
এ যেন পুরোটাই শুভঙ্করের ফাঁকি, জাল ব্যবসায়ীরা সবার চোখ ফাঁকি দিয়ে ভিন্ন কৌশলে ভ্রাম্যমান ভাবে বাজার করা ব্যাগে ঢুকিয়ে এসব অবৈধ্য কারেণ্ট জাল বিক্রি করতে দেখা গেছে।
এ বিষয়ে জগদল বাজারে জাল বিক্রেতা মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ বাবুল হোসেন এর সাথে কথা হলে তারা বলেন যেখানে এসব জাল তৈরি হয় সেখানে কেউ দেখেনা আমরা বাজারে দুই একটি জাল বিক্রি করলেই মানুষের চোখে সয়না।
এদিকে পঞ্চগড়ের পাঁচ উপজেলা ঘুরে দেখা গেছে হাট বাজারগুলোতে লক্ষ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল বিক্রি হচ্ছে।