lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১০ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-10T08:57:46Z
আইন ও অপরাধ

গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের জমি নিয়ে বিরোতে দুইজন নিহত

Advertisement

মোঃ রবিউল ইসলাম মিনাল,রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডে  ইয়াজপুর গ্রামের জমির বিরোধে দুই পক্ষের সংঘর্ষ ঘটে এসময় দুইজন নিহত হয়েছেন বলে জানা যায়। 

স্থানীয় সূত্রে জানা যায় এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানা যায়।

নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি

এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি কামরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে জমিজমা নিয়ে বিরোধ কে কেন্দ্র করে জের ধরে কথা কাটাকাটির এবং হাতা হাতি  এক পর্যায়ে  দুই পক্ষের সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে সংঘর্ষে ২ পক্ষের ৮/১০ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক  দুই জনকে মৃত ঘোষণা করেছেন।