lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-18T09:09:41Z
নির্বাচন

গাইবান্ধা সুন্দরগঞ্জ ১৪ নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদে মেহেদী মোস্তফা মাসুম নব চেয়ারম্যান নির্বাচিত

Advertisement

মোঃহারুন অর রশিদ,সুন্দরগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি 

 গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহেদী মোস্তফা মাসুম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।সোমবার রাত দশটার দিকে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ-আলম ফলাফল ঘোষণা করেন। 

এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহেদী মোস্তফা মাসুম নৌকা প্রতিকে ৪ হাজার ৯৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রাশেদুল ইসলাম টেবিল ফ্যান প্রতিকে ৩ হাজার ৫০৮ ভোট পেয়েছেন।

এর আগে সকাল আটটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দৈতিহীন ভাবে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থীসহ চেয়ারম্যান পদে দশ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 

এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৫৬৪ জন। এতে ২০ হাজার ৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ের ১৮ মাস পর এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়।