lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-01T06:54:07Z
জেলার সংবাদ

মানবতার দৃষ্টান্ত দেখালেন লালপুরের ডাঃ শাহিনুর রহমান দুলাল

Advertisement

নাটোর জেলা প্রতিনিধিঃ

কোরবানির ঈদ উপলক্ষে গরিব, মিসকিন, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে গরুর মাংস পৌঁছে দিয়ে মানবতার দৃষ্টান্ত দেখিয়েছেন নাটোরের  লালপুর উপজেলার আব্দুলপুর গোসাইপুর গ্রামের ডাঃ শাহিনুর রহমান  দুলাল । 

কোরবানির ঈদ উপলক্ষে গরিব, মিসকিন, অনেক মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবার আছে যাদের সব সময় গরুর মাংস খাওয়া হয় না। অনেকে আশায় থাকেন কুরবানী ঈদ উপলক্ষে হয়তো একটু মাংস কেউ দিবে তাহলে দু-মুঠো ভাত মাংস দিয়ে তৃপ্তি সহকারে খাওয়া যাবে। আবার অনেকে লজ্জায় কারও কাছে হাত পাততে চান না।

জানা যায়,  কোরবানি অর্গানাইজেশনের মাধ্যমে  কবিরাজ আফতাব উদ্দিন বিশ্বাস  হ্যান্ডস ফর হিউমিনিটির উদ্দেগে ডাঃ শাহিনুর রহমান দুলাল এর নেতৃত্বে লালপুর উপজেলার আব্দুলপুর গোসাইপুর গ্রামের ৮ টি গরু কোরবানি দিয়ে  সমস্ত মাংস গরিব,মিসকিন,  অনেক মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের মাঝে   গত  (বৃহস্পতিবার)  ঈদুল আজহার দিনে ৫০০ থেকে ৬০০ টি পরিবারকে ২কেজি করে কোরবানির গরুর মাংস দেওয়া হয়েছে ।  যারা মাংস পেয়েছেন তাদের মুখে ছিল হাসি আর আনন্দের ছাপ।

আমাদের সাথে কয়েকজনের সঙ্গে দেখা হয় রাস্তায়। তাদের মধ্যে  ছোট চা  বিক্রেতা মনোয়ারা, প্রতিবন্ধী আশরাফ, ভিক্ষক মাজেদা, কৃষক সাইফুল ইসলাম, রিকশা চালক হাবিবের সঙ্গে কথা হয়। তারা  বলেন, দুলাল  ভাই  তাদের পরিবারের  বড় ভাই রেজাউল করিম,  হিরু, ও ৩নং চংধুপইল ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মাধ্যমে আমাদের ডেকে নিয়ে কোরবানির ২ কেজি করে  মাংস দিয়েছেন। আমরা কারও কাছে চাইতে পারি না লজ্জায়। কিন্তু রেজাউল ভাই ডেকে নিয়ে  আমাদেরকে মাংস বিতরন করেছেন ।দুলাল ভাই একজন ভালো মানুষ।