lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৩১ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-31T09:26:41Z
জেলার সংবাদ

ফরিদপুরে জাকের পার্টির সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Advertisement

বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়ার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারী প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করেছে জেলা জাকের পার্টি।

সোমবার (৩১ জুলাই) সকাল ১০ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

জেলা জাকের পার্টির সাংগঠণিক সম্পাদক মোঃ সরোয়ার হোসেন বাচ্চু মিয়ার সভাপতি মানববন্ধনে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সহসভাপতি মোঃ মহিউদ্দিন ফকির, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, দপ্তর সম্পাদক এমএ কুদ্দুছ, সেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক মাকছুদুল ইসলামসহ জাকের পার্টির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার হাজারো মানুষ।

উল্লেখ্য, মঙ্গলবার (২৫ জুলাই) সকালে মশিউর রহমান জাদু মিয়া শহরের তেতুলতলা বাসা থেকে বের হলে সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলায়। এসময় তার চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় ওইদিন তাকে ঢাকা জাতীয় পঙ্গু হাসপাতাল ভর্তি করা হয়। এঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।