lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-06T08:40:19Z
জেলার সংবাদ

লোহাগড়ায় সিরাজুল হত্যা মামলার প্রধান ২ আসামি গ্রেফতার

Advertisement

মোঃ আজিজুর বিশ্বাস,নড়াইল প্রতিনিধি:

নড়াইল লোহাগড়া থানার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামে ভাগ্নের রডের আঘাতে মামা মোঃ সিরাজুল ইসলাম মোল্লা(৫৫) হত্যাকাণ্ডের শিকার হয়েছে। 

নিহত সিরাজুল ইসলাম ওই গ্রামের মৃত মোকাদ্দেস মোল্লার ছেলে। সোমবার (৩ জুলাই)  রাতে নিহতের নিজ বাড়ির পাশে হত্যাকাণ্ডের এ ঘটনাটি ঘটে।

 এ ঘটনায় নিহতে স্ত্রী বাদী হয়ে ৫ জুলাই ১৫ জনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে লোহাগড়া থানায় একটি এজাহার দায়ের করে।

 যার প্রেক্ষিতে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার সাদিরা খাতুন এর নির্দেশনায় মামলা রুজুর পর অদ্য ৬ জুলাই জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও লোহাগড়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে প্রধান দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 গ্রেফতারকৃত প্রধান দুই আসামি হলেন-মোঃ শান্ত শেখ(২২) ও মোঃ সবুজ শেখ(৩০)। তারা লোহাগড়া উপজেলার রায়গ্রামের মৃত গফফার শেখের ছেলে।

এজাহারনামীয় অন্যান্য আসামিরা হলেন- আব্দুস ছাত্তার শেখ, ইউনুস মোল্যা, কোরবান শেখ, রমজান শেখ, এনামুল ভূইয়া, ইমান ভূইয়া, তনু শেখ, জীম শেখ, মীম শেখ, শিমুল শেখ, সেলিম শেখ, লুৎফর মোল্যা, মোছানুর রহমান চৌধুরী। আসামিরা সকলেই লোহাগড়া উপজেলার রায়গ্রামের বাসিন্দা।

অনুসন্ধানে জানা যায়, নৈশ প্রহরী সিরাজুল ইসলামের সাথে আসামিদের দীর্ঘদিন যাবৎ সামাজিক বিরোধ ছিল। পূর্বের কলহের জের ধরে ঘটনার রাতে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমের বাড়ির পাশে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ওত পেতে থাকে।

 ভিকটিম সিরাজুল কর্মস্থলে যাওয়ার সময় আসামিরা তার উপর হামলা করে। এতে সে গুরুতর রক্তাক্ত জখম হয়।

 সংবাদ প্রাপ্তির সাথে সাথে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আহত মো: সিরাজুল ইসলামকে চিকিৎসার জন্য লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।