Advertisement
দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
যুক্তরায্যে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বাসিন্দাদের নিয়ে গঠিত সমাজিক সংগঠন নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউক'র পক্ষ থেকে দুজন অসহায় রোগীকে ৭০ হাজার টাকা সহায়াতা প্রদান করা হয়েছে।
সোমবার (৩-জুলাই) সন্ধায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের স্থানীয় নরসিংপুর বাজারে সোসাইটির অফিস উদ্বোধন শেষে এই অর্থ সহায়তা প্রদান করে সোসাইটির নেতৃবৃন্দ।
সোমবার সন্ধায় স্থানীয় নরসিংপুর বাজারে এক বর্নাঢ্য আয়োজনে নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের অফিস উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সোসাইটির অফিস উদ্বোধন করেন সোসাইটির উপদেষ্টা আব্দুল আলী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির সদস্য সোহেল রহমান,শুভাকাঙ্ক্ষী
লইলুস খাঁন, মাও সাদিকুর রহমান, মোহাম্মদ আব্দুল্লাহ,মাষ্টার কামাল উদ্দিন, সমছুল ইসলাম,আওলাদ আলী, ফয়জুল ইসলাম, নুর আলী, বাবুল মিয়া, নজরুল ইসলাম, আবিদ রনি,, রুকনউদ্দিন, জামাল হোসেন, মাহ্ফুজুর রহমান বাহার, ফখরুল ইসলাম, সাহিন আহমদ,সুরুজ্জামান,রিপন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন ক্বারী হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বিগত করুন মহামারি ও প্রলয়নকারী বন্যায় নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউক'র অর্থায়নে বন্যা কবলিত মানুষের মাঝে শুকনা খাবার,রান্না করা খাবার, খাদ্য সামগ্রী ও ঔষধ সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বন্যায় বসতঘর হারানো পরিবারকে বসতঘর নির্মান করে দেওয়ায় নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের ভুয়সী প্রশংসা করেন উপস্থিত শুভাকাঙ্ক্ষীবৃন্দ। সেই ধারাবাহিকতায় ধাপে ধাপে নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকে যেভাবে এলাকার অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে মানবসেবা দিয়ে আসছে ভবিষ্যতেও যেনো সোসাইটির এই কর্মসূচী অব্যাহত থাকেন সেই আশাব্যক্ত করে সোসাইটির সকল সদস্যদের সুস্থতা সহিত নেকহায়াত কামনা করেন আগত সুধিগন।
এদিকে,অফিস উদ্বোধন ও রোগীদের অর্থ সহায়তা ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সোসাইটির সভাপতি আমরুদ আলী ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।