Advertisement
মোঃ মোরসালিন গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি
এসো মিলি প্রাণের টানে, ফিরে যাই শৈশব ও কৈশরে ! এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জমকালো আয়োজনে উদযাপিত হলো অন্ত: স্কুল দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট । পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবছর ঈদ পূর্ণমিলনী এবং ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় । এবছর আয়োজনে ছিল যৌথভাবে ১৯৯৮ ও ১৯৯৯ ব্যাচ । সন্ধ্যা ৭:৩০ মিনিটে দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন স্কুলের সাবেক কৃতি ছাত্র ঢাকা মেট্রোপলিটন অতিরিক্ত ডিবি উপ পুলিশ কমিশনার আজহারুল ইসলাম মুকুল । অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন স্কুলের বর্তমান শিক্ষক গোবিন্দ বণিক। আরো ছিলেন স্কুলের সাবেক ছাত্র মাসুদুর রহমান রানা, রাজু, ওয়াসিম , সারোয়ার, সহ আরো অনেকেই। পুরো টুর্নামেন্ট পরিচালনায় ছিল স্কুলের সাবেক ছাত্র সাফায়েত হোসেন জনি। অনুষ্ঠান সূচির মধ্যে আরো ছিল। স্মৃতিচারণ, আতশবাজি,ফানুস উড়ানো,যৌত ভাবে কেরাম খেলা , দাবা খেলা, অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকগণের পরিচিত পর্ব, ইত্যাদি । আয়োজক ব্যাচ ১৯৯৮ ও ১৯৯৯ এর পক্ষ হতে শুভেচ্ছা বক্তব্যে জনাব আজহারুল ইসলাম মুকুল তিনি বলেন প্রতিবছর যারাই এই প্রোগ্রামটির আয়োজনে থাকবে তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। দিবারাত্রির এই ফুটবল টুর্নামেন্ট ঈদের তৃতীয় দিন ফাইনাল খেলার মধ্য দিয়ে সমাপ্ত হবে।