lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১০ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-10T17:15:12Z
বিশ্ববিদ্যালয় সংবাদ

বিদুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে পবিপ্রবিতে আবারো অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

Advertisement

মোঃ রিয়াজুল ইসলাম,পটুয়াখালী প্রতিনিধি: 

বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিদুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) প্রতি মঙ্গলবার সকল অনুষদের ক্লাস কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, প্রশাসন ও সংস্থাপন শাখা হতে ২১.০৭.২০২২ খ্রি. তারিখে প্রাপ্ত স্মারক নং মোতাবেক ডিন কাউন্সিলের সুপারিশ এবং ২৩.০১.২০২৩  খ্রি. তারিখে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৫০তম সভার বিবিধ-১ নং অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার(১০ জুলাই) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার(অ. দা.) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইন ক্লাস কার্যক্রমের দিনে সকল অফিসসমূহ বন্ধ থাকবে। তবে উক্ত বন্ধের দিনে বিশেষ প্রয়োজনে ডিন অফিস/দপ্তর/বিভাগ/শাখা প্রধানের নির্দেশে যেকোন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও মাস্টাররোল শ্রমিক দায়িত্ব পালন করবেন। এছাড়া জরুরি পরিসেবাসমূহ নতুন অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে। এ আদেশ ১১ জুলাই থেকে কার্যকর হবে।