Advertisement
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় ইতালি ও মালোশিয়ায় নেয়ার কথা বলে ১৯ লক্ষ ৩০হাজার টাকা আত্মসাৎ দায়েরকৃত মামলার প্রধান আসামি নিরব কুমার সরকার নিবিড় (৩০) নামে এক ব্যক্তিকে জেল-হাজতে পাঠানো হয়েছে। নিরব উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিণা গ্রামের মৃত ননী গোপাল সরকার (নারায়ণ) এর ছেলে।
টাকা আত্মসাৎ মামলার বাদী সালথা উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম ও সজিব শেখ জানান, ২০২৩ সালের সালথা সি আর-৮৮/৮৯ মামলায় প্রধান আসামি নিরব কুমার সরকার। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে ফরিদপুর ম্যাজিস্ট্রেট কোর্ট আমলি আদালত-৬ এ হাজির হতে গেলে উক্ত আদালতের ম্যাজিস্ট্রেট মামলার প্রমাণ সাপেক্ষে জামিন নামঞ্জুর করে জেল-হাজতে প্রেরণ করেন।
বাদীর উকিল মোহাম্মদ পিলু জানান, ইটালি নেয়ার কথা বাদী নজরুল ইসলামের কাছ থেকে ১৫ লক্ষ ও মালোশিয়ায় নেয়ার কথা বলে বাদী সজিব শেখের কাছ থেকে ৪ লক্ষ ৩০হাজারসহ মোট ১৯ লক্ষ ৩০ হাজার টাকা আত্মসাৎ করেন নিরব। মামলার আসামি নিরব কুমার সরকারের বিরুদ্ধে মাঝাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফসারউদ্দীন মাতুব্বর তদন্ত প্রতিবেদনে অপরাধ প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্ত নিরবের বিরুদ্ধে জালিয়াতি মামলায় স্মারকলিপি আদালতে উপস্থাপন করায় জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান ম্যাজিস্ট্রেট।