lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৮ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-08T12:12:29Z
রাজনীতি

দোয়ারাবাজারে এমপি পদপ্রার্থী জাপা নেতা জাহাঙ্গীর আলমের গণসংযোগ

Advertisement

সোহেল মিয়া,দোয়ারাবাজার (সুনামগঞ্জ): 

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাপা'র সভাপতি, ছাতক-দোয়ারাবাজার আসনে জাপা'র মনোনয়ন প্রত্যাশী এমপি পদপ্রার্থী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম দিনব্যাপী দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

শুক্রবার(৭-জুলাই)উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোগ শেষে পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুর  বাজারে স্থানীয় জাতীয় পার্টির কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায়  আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বলেন, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে,দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিযে হুসাইন মোহাম্মদ এরশাদ'র স্বপ্ন বাস্তবায়ন করতে  আবারও জাতীয় পার্টিকে ক্ষমতায় বসাতে হবে। পল্লী বন্ধু এরশাদ'র শাসন আমল বাংলাদেশের ইতিহাসে একটি সোনালী অধ্যায়। তিনি ক্ষমতায় থাকাকালে দেশের পরিকল্পিত  উন্নয়ন হয়েছিল । তাঁরই উত্তরসূরী বর্তমান জাতীয়  পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে জাপা এখন সু-সংগঠিত একটি দল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্ব পরিবর্তনের লক্ষ্য ছাতক-দোয়ারাবাজার আসনে জাপা'র মনোনীত সংসদ সদস্য প্রার্থীকে বিজয়ী করুন। 

এসময় তিনি আরও বলেন, আমি কোন জনপ্রতিনিধি না হয়েও সবসময় ছাতক-দোয়ারাবাজার বাসীর পাশে ছিলাম,পাশে আছি ও ভবিষ্যতে  পাশে থাকবো। আমি সর্বস্তরের জনগণের সমর্থন ও দোয়া চাই। 

গণসংযোগকালে  উপস্থিত ছিলেন দোয়ারাবাজার  উপজেলা জাপা'র সহ-সভাপতি শরীয়ত আলী তালুকদার সমাই, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হেলালী, পান্ডারগাঁও ইউনিয়ন  জাপা নেতা মুক্তার আলী, শাহাব উদ্দীন, সাহেব গণি, মইন উদ্দিন, জহির আলী, রমজান আলী, খেছরা মিয়া, আব্দুছ সোবহান প্রমুখ।