lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৭ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-17T10:33:50Z
জেলার সংবাদ

মান্দায় আ.লীগ নেতা খোকনের পরলোকগমন

Advertisement

আল আমিন স্বাধীন মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিমলেন্দু দাস খোকন পরলোকগমন করেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার রাত ১২টার দিকে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

বিমলেন্দু দাস খোকন উপজেলার কামারকুড়ি গ্রামের মৃত অজিত চন্দ্র দাসের তৃতীয় ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই ভাই, এক বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

আজ সোমবার দুপুরে প্রসাদপুর কেন্দ্রীয় মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। এর আগে বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

খোকনের স্ত্রী লিপি রানী দাস জানান, দীর্ঘদিন ধরে তিনি হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠন, উপজেলা বিএনপি, উপজেলা জাতীয় পার্টিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।