lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-02T10:58:37Z
সড়ক দুর্ঘটনা

আদমদীঘিতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

Advertisement


 

হেদায়তুল নয়ন, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী মোটরসাইকেল আরোহী বুলবুল সরদার (৩৯) নিহত হয়েছে। গত ১ জুলাই শনিবার রাত সাড়ে ৮টায় আদমদীঘি-আবাদপুকুর সড়কের কুসুম্বী  এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 


নিহত বুলবুল নওগাঁর রাণীনগর উপজেলার পারইল গ্রামের আলাউদ্দিন সরদারের ছেলে।


আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, গত শনিবার রাত সাড়ে ৮টায় বুলবুল সরদার মোটরসাইকেলে যোগে আদমদীঘি থেকে রানীনগরের পারইল গ্রামের  যাচ্ছিলেন। এ সময় আদমদীঘির কুসুম্বী গ্রামের নিকট পৌছলে অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে  মৎস্য ব্যবসায়ী  মোটরসাইকেল আরোহী বুলবুল  সরদার আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত  ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এঘটনায় দুটি মোটরসাইকেলের তিন আরোহী আহত হয়।