lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১২ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-12T09:44:24Z
জেলার সংবাদ

ঝিকরগাছায় স্ট্রোকে প্যারালাইজড রোগীদের মাঝে চেক প্রদান করেন নাসির উদ্দিন এমপি

Advertisement

জহিরুল ইসলাম যশোর জেলা প্রতিনিধি 

যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড , জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে এই চেক বিতরণ করেন যশোর ৮৬-২(ঝিকরগাছা-চৌগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবঃ অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন এমপি। এদিন ১৯ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। মোট নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল হক। ঝিকরগাছা উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোঃ সেলিম রেজা। ঝিকরগাছা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী। 

এছাড়াও প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।