lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-07T14:34:21Z
জাতীয়

ভোলায় ইপিজেডে বালুভরাটের সময় মেঘনায় তলিয়ে যাওয়া ২৫ শ্রমিক উদ্ধার আহত-১২

Advertisement

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি 

ভোলা সদর উপজেলার শিবপুর এলাকায় চায়না কোম্পানীর ইপিজেডে শুক্রবার (৭ জুলাই) সকালে বলগেট থেকে বালু ভরাটকালে ২৫ জন শ্রমিকসহ প্রায় ৩০০ ফুট এলাকা মেঘনা নদীর গর্ভে তলিয়ে যায়।

এসময় কয়েকজন শ্রমিকের ডাকচিৎকারে স্থানিয়রা এসে ২৫ জনকে উদ্ধার করে। এদের মধ্যে মারাত্মক আহত ৫ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ৩ জনকে আশংকাজন অবস্থায় বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

গুরুতর আহতরা হলো, সুমন (৩৫), জাফর (৩০), ইমন (২৬), ইউনুস (৪০), হারুন (৪৫)। আহতরা সবাই সিকিউরিটি গার্ড বলে জানা যায়। আহত শ্রমিকরা হলো, দুলল(৩০), জামাল (৩০), নুর হোসেন ৩৫), ঝান্টু (৩০) ও ইউনুছ (২৮) সহ মোট ১২ জন আহত হওয়ার তথ্য নিশ্চত করেছেন সিকিউরিটি গার্ডের দায়িত্বে থাকা সালাউদ্দীন। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, নিত্যদিনের মত চায়না কোম্পানির ইপিজেড তৈরির কাজে বালুর মাঠ ভরাটের কাজ চলছিলো। শ্রমিকরা বলগেট থেকে জিও টিউব ব্যাগে বালু ভর্তি করার সময় হঠাৎ প্রায় ৩০০ ফুট এলাকার শ্রমিক সহ নদী গর্ভে তলিয়ে যায়, তলিয়ে যাওয়া শ্রমিকরা ভেসে উঠলে স্রোতের প্রচন্ড চাপে তারা আবারও তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে অনেক চেষ্টা করে তাদেরকে উদ্ধার করে। 

এ ঘটনাস্থলে দায়িত্ব প্রাপ্ত কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। তবে বালুর মাঠ ভরাটের দায়িত্বে থাকা জনৈক আলাউদ্দিনকে একাধিকবার ফোন দিয়ও পাওয়া যায়নি।