Advertisement
শাহনেওয়াজ শাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের কৃতি সন্তান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংরক্ষিত সদস্য, সাবেক ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রলীগ নেত্রী, সাবেক কেন্দ্রীয় যুব মহিলা লীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক বিউটি কানিজ কে বর্তমান কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক (২) নির্বাচিত করা হয়েছে।
১৬ জুলাই, রবিবার বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর স্বাক্ষরিত যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটিতে বিউটি কানিজ কে উক্ত পদে নির্বাচিত করা হয়েছে।
যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক (২) বিউটি কানিজ অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, সর্বপ্রথম আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের বুলেটে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য ও ৩ নভেম্বর জেল হাজতে জাতীয় ৪ নেতাসহ ১৯৭১ সালের শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সময়ে আওয়ামীলীগের মৃত্যুবরণকারী নেতাকর্মীদের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করছি।
কৃতজ্ঞতা জানাচ্ছি যুব মহিলা লীগের সর্বোচ্চ অভিভাবক সকলের প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি কেন্দ্রীয় যুব মহিলা লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি আপার প্রতি। এছাড়াও কেন্দ্রীয় আওয়ামীলীগ ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দের কৃতজ্ঞতা জানাচ্ছি।
দেশবাসীর কাছে দোয়া চাই আমার উপর অর্পিত দায়িত্ব যেন মুজিব আদর্শের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে যুব মহিলা লীগ কে শক্তিশালী একটি সংগঠনে পরিণত করতে পারি।