Advertisement
পাথরঘাটা ( বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাজা সহ মো. অদুত (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের পদ্মা স্লুইজ এলাকা থেকে আটক করা হয়।আটককৃত মো. অদুত উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়ন পদ্মা স্লুইজ বাজার এলাকার মো. আশরাফ আলীর ছেলে। কোস্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল জানান, পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের পদ্মা সংলগ্ন পদ্মা স্লুইজ বাজার ৮৫ নং বাদুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযানে ইয়াবা পাচারকালে ১০২ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা সহ মো.অদুতকে আটক করা হয়।
আটকৃত আসামিকে জব্দকৃত ইয়াবা ও গাঁজা সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।