Advertisement
মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে এসএসসি ব্যাচ-৯৬ এর ঈদ পুনর্মিলনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৩০ জুন) উপজেলা নুরুন্নাহার মির্জা কাশেম অডিটরিয়াম মাল্টিপারপাস হলরুমে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মির্জা আজম। বিশেষ অতিথি ছিলেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান বেলাল,পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির প্রমুখ। সভাপতিত্ব করেন ব্যাচ-৯৬ এর ঈদ পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক মীর মোহাম্মদ জান্নাতুল ইসলাম সোহেল। সঞ্চালনায় ছিলেন যুগ্ন আহ্বায়ক সালাহ উদ্দিন শাহীন। এসময় ব্যাচ - ৯৬ এর ১৮৫ জন সদস্য উপস্থিত ছিলেন।