lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-06T15:29:44Z
আইন শৃঙ্খলা

নরসিংদীর পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম

Advertisement

হাজী জাহিদ 

আজ বৃহস্পতিবার (৬ জুলাই, ২০২৩) নরসিংদীর পুলিশ সুপার হিসেবে জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম  দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণের পূর্বে নবাগত পুলিশ সুপার মহোদয় নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে পৌছলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এ সময় পুনাক, নরসিংদীর নেতৃবৃন্দ নবাগত পুনাক, নরসিংদীর সভানেত্রী জনাব মৌসুমী ওয়াদুদ চাঁদনী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। 

এরপর জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপার মহোদয়কে গাড অব অনার প্রদান করেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাগণের সাথে কুশলাদি বিনিময় করেন।  

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে  রংপুর বিভাগের এসপি থাকাকালীন অবস্থায় তিন তিনবার  এসপি মহোদয় মোঃ মোস্তাফিজুর রহমান সাহেব  শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখে নীলফামারীতে যোগদান করেন বর্তমানে তিনি নরসিংদীতে কর্মরত অবস্থায় আছেন । পরিশেষে এসপি মহোদয়ের মঙ্গল কামনায় নরসিংদী জেলা বাঁসি।