lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১৬ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-16T14:27:23Z
মাদক

গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীকে ১০০ পিচ ইয়াবা ১০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Advertisement


 

নিজস্ব প্রতিবেদক:-পাবনা জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসীর নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম এর সার্বিক তত্বাবধায়নে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে ১৬ই জুলাই ভোর ০৬ টা ২০ মিনিটে গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ)মোঃ মনারুল ইসলাম সঙ্গীয় অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ মাহমুদুর রহমান এএসআই(নিরস্ত্র) মোঃ রুহুল আমিন (বিপিএম) সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন  ছাতিয়ানী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ ওলিউল্লাহ (৪০), পিতাঃ মৃত আশরাফ মুহুরী, সাং-আটুয়া খা পাড়া, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনাকে মাদক দ্রব্য ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট,  ১০০(একশত) গ্রাম  গাঁজা ও ছোট ডিজিটাল ওয়েট মেশিন সহ গ্রেফতার করে। 



গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেছেন পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি এমরান মাহমুদ তুহিন।