lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১২ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-12T08:49:47Z
জেলার সংবাদ

মান্দায় নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বাছুর বিতরণ

Advertisement

আল আমিন স্বাধীন মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর মান্দায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে ষাঁড় বাছুর ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

আজ বুধবার বেলা ১১টার দিকে মান্দা শ্যামচাঁদ মডেল পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, মান্দা থানা পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ, ভেটেরিনারী সার্জন বেনজির আহমেদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সামসুন্নাহার ইয়াসমিন প্রমুখ।

শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫১ পরিবারের মাঝে ৫১টি ষাঁড় বাছুর ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয় ।