lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৭ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-17T12:57:36Z
আইন ও অপরাধ

পঞ্চগড়ে চায়না কারেন্ট জাল বিক্রি ও কারেন্ট জাল দিয়ে মাছ নিধর নিষেধ বিজ্ঞপ্তি

Advertisement

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে চায়না কারেন্ট জাল বিক্রি এবং চায়না কারেন্ট জাল দিয়ে  মাছ নিধর নিষেধ, করেছেন পঞ্চগড় মৎস্যজীবী লীগ। 

এই নির্দেশ অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনয়ানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মৎস্যজীবী লীগের কর্তৃপক্ষ। 

এদিকে সরেজমিনে ঘুর দেখা গেছে পঞ্চগড়ের  বিভিন্ন হাট বাজারে প্রকাশ্যে ভ্রাম্যমান  নিষিদ্ধ চায়না কারেন্ট জাল বিক্রি করছে। 

এসব কারেন্ট জাল ডিলার দের মাধ্যমে ভ্রাম্যমান জাল বিক্রেতারা ক্রয় করে বিভিন্ন হাটবাজারে বিক্রি করছে। এতে  গ্রাম গঞ্জের নদী, খাল, বিল, পুকুর ও ধান ক্ষেতে চায়না কারেন্ট জাল পেতে নিধর করছে ডিম পাড়া মা মাছ ও পোনা মাছ।

আমাদের প্রিয় আমিষ  জাতীয় খাবার দেশীয় মাছ, এসব অসাধু চায়না কারেন্ট জল ব্যবসায়ী দের কারণে বিলুপ্তি হতে চলেছে। দেশীয় বিভিন্ন প্রজাতের সুস্বাদু মাছ। এসব অসাধু জাল ব্যবসায়ীদের বিরুদ্ধে শক্ত আইনা নুক ব্যবস্থা গ্রহণ না করলে একসময় আমরা মাছে ভাতে বাঙালি পরিচয় দিতে পারবো না বলে সুশীল সমাজের ধারণা। 

তবে ইতিমধ্যেই বিভিন্ন ইউনিয়নে মাইকিন করে সাবধান করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্যজীবী লীগ এর সদস্যরা।