lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-07T16:40:37Z
জেলার সংবাদ

সমাজসেবায় প্রসংশনীয় অবদান রাখছেন; ড.শহীদুল ইসলাম ফারুকী

Advertisement

স্টাফ রিপোর্টার: 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসনে এমপি পদপ্রার্থী ডক্টর শহীদুল ইসলাম ফারুকী সমাজসেবার কাজে প্রসংশনীয় অবদান রাখছেন।

এরই অংশ হিসেবে তিনি তার নির্বাচনী এলাকার মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছেন। 

গত এক মাসে তিনি মিরপুরের ২৫টি দুস্থ পরিবারে ফ্রি টিউবওয়েল বিতরণ করেছেন এবং ৬টি মসজিদে ওযুখানা নির্মাণ করে দিয়েছেন।

তিনি আরো জানান, আমাদের কাছে ৫০০টি টিউবয়েলের আবেদন জমা পড়েছে, অতি শীঘ্রই  আমরা সেগুলো বিতরণ করব। 

এদিকে  সরে জমিনে গিয়ে দেখা যায়, তিনি নিজেকে এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে অধ্যাপনার পাশাপাশি  বহু সামাজিক কাজের সাথে সম্পৃক্ত রেখেছেন। 

মিরপুরের বাসিন্দা মোস্তফা কামাল বলেন, তিনি দেশ,জাতির উন্নতির জন্য কাজ করে যাচ্ছেন, বিশেষ করে নিরক্ষর মুক্ত শিক্ষিত সমাজ গড়তে ছাত্রদেরকে এগিয়ে নিচ্ছেন। আগামী নির্বাচনে আমরা তার মতো জনদরদিকেই মিরপুর-ভেড়ামারায় এমপি হিসেবে দেখতে চাই।