Advertisement
চলনা খানকাহ্ শরীফের কাজ সম্পন্ন করে আওলাদে রাসুলের অপেক্ষায় দিন গুনছেন চলনাবাসী।
মীর শাহাদাৎ হোসাইন :
পাবনা সুজানগরের চলনা মসজিদে খানকাহে ক্বাদেরীয়া 'র কাজ সম্পন্ন হয়েছে,এই খানকাহ শরীফে ধর্মীয় বিভিন্ন ফায়েজ হাসিলের দিনগুলো পালন করা হয় যেমন ঈদে মিলাদুন্নবী (সাঃ),১০ই মহররম আশুরার শোক মিছিল, ১৩ই রজব,প্রতি চন্দ্র মাসের ১০ তারিখে ১১ই শরীফ ও ওরশ শরীফ,এছাড়াও এই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে শত শত ধর্ম ভিরু মুসুল্লিগন ছুটে চলে আসেন। ঐ মসজিদ ও খানকাহ শরীফের সম্মানিত সভাপতি মো.আনোয়ার হোসেন ও সেখানকার সম্মানিত খতিব সাহেব জনাব মাওলানা মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম ক্বাদেরী সাহেব বলেন,
এটা আউলিয়া কেরামগণের দরবার,এখানে আমাদের আত্মতৃপ্তর জায়গা, আমাদের পীর ও মুর্শিদ পাকের পবিত্র কদম মোবারকের অপেক্ষায় এখন চলনাবাসী দিন গুনছেন,ওনার পবিত্র কদম মোবারকের আগমন হলেই আমরা চলনাবাসী ধন্য।
এই প্রতিষ্ঠান টি পরিচালনা করেন, মেদিনীপুর দরবার শরীফের সাজ্জাদানাশীন হুজুর পাক কাবা ও কেবলা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল-কাদেরী আল-বাগদাদী (মাঃজিঃআঃ) তিনি রাসুলে পাক (সাঃ) পাকের ৩৬ তম বংশধর এবং পীরানে পীর হুজুর শাহেন শাহে বাগদাদ গাউসে পাকের ২৩ তম বংশধর।