lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-11T10:44:49Z
জেলার সংবাদ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে সনদ ও ক্রেস্ট এবং পরিসংখ্যান বিভাগ কর্তৃক ট্যাব বিতরণ করা হয়

Advertisement

মোঃ মোরসালিন গৌরীপুর প্রতিনিধি : 

ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয়ের ২৪৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে গৌরীপুর জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে উপজেলা পরিষদের টেনিস কোর্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ট্যাব বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-৩, গৌরীপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।

সিধলা কবুলের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাজ্জাতুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি।