lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৩ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-03T12:59:57Z
জেলার সংবাদ

সদরপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

Advertisement

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুরে সাপের কামড়ে শেখ আঃ রব (৮৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।শেখ রব উপজেলার আকোটেরচর ইউনিয়নের সারেং ডাঙ্গী গ্রামের মৃত- শেখ দিরাজউদ্দিনের ছেলে। 

নিহতের ছেলে শেখ শওকত জানান, রবিবার (২ জুলাই ) তার বাবা বাড়িতে ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিলেন। দিবাগত রাত ১ টার দিকে তার কোমড়ের ডানপাশে বিষধর সাপে কামড় দেয়।এসময় সে কামড়ের ঘটনাটি তার  পরিবারের লোকজনকে জানান।

পরে তার পরিবারের লোকজন সকাল বেলা তাকে চিকিৎসার জন্য প্রথমে সদরপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ও আটরশি বিশ্বজাকের মঞ্জিল হাসপাতালে নেন। 

পরবর্তীতে তাকে সেখান থেকে ফরিদপুর বঙ্গবন্ধু সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি চাঁর মেয়ে ও তিন ছেলে রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আসলাম বেপারী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।