Advertisement
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে সাপের কামড়ে শেখ আঃ রব (৮৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।শেখ রব উপজেলার আকোটেরচর ইউনিয়নের সারেং ডাঙ্গী গ্রামের মৃত- শেখ দিরাজউদ্দিনের ছেলে।
নিহতের ছেলে শেখ শওকত জানান, রবিবার (২ জুলাই ) তার বাবা বাড়িতে ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিলেন। দিবাগত রাত ১ টার দিকে তার কোমড়ের ডানপাশে বিষধর সাপে কামড় দেয়।এসময় সে কামড়ের ঘটনাটি তার পরিবারের লোকজনকে জানান।
পরে তার পরিবারের লোকজন সকাল বেলা তাকে চিকিৎসার জন্য প্রথমে সদরপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ও আটরশি বিশ্বজাকের মঞ্জিল হাসপাতালে নেন।
পরবর্তীতে তাকে সেখান থেকে ফরিদপুর বঙ্গবন্ধু সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি চাঁর মেয়ে ও তিন ছেলে রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আসলাম বেপারী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।