Advertisement
আলমগীর হুসাইন অর্থ:
আমিনপুরে গণধর্ষণ সংঘটিত হওয়ার ১০ ঘন্টার মধ্যে গণধর্ষণকারী দুই জন কে গ্রেফতার করেছে আমিনপুর থানা পুলিশ। ভুক্তভোগীর করা অভিযোগের ১ ঘন্টার মধ্যে ধর্ষকদ্বয়কে গ্রেফতার করায় সর্বত্র প্রশংসার জোয়ারে ভাসছে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এর নেতৃত্বাধীন আমিনপুর থানা পুলিশ।
১০ জুন ( সোমবার) দুপুরে ভুক্তভোগী নারী থানায় উপস্থিত হয়ে নান্দিয়ারা ( রেলগেট) এলাকার তরিকুল ইসলাম শুভ (২২), পিতা: আব্দুল গাফফার প্রামাণিক ও
রুবেল শেখ (২৬),পিতা: ইদ্রিস শেখ এর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীর করা অভিযোগ আমলে নিয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমানের নির্দেশনা ও সহযোগিতায় ১ ঘন্টার মধ্যে অভিযুক্ত দের গ্রেফতার করে আমিনপুর থানা পুলিশ।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তদের জবানবন্দি, ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ পুর্বক অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা (নারী ও শিশু নির্যাতন আইনের ৯ এর (৩) ধারায়) রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, আমিনপুর থানা পুলিশ যেকোন অভিযোগ পাওয়ার পর গুরুত্ব সহকারে ব্যবস্থা গ্রহন করে। সেই ধারাবাহিকতায় গণধর্ষণের অভিযোগ পাওয়ার ১ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করা হয়েছে।