lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-11T17:42:44Z
সড়ক দুর্ঘটনা

নগরীর ফুলতলা সড়ক দুর্ঘটনায় ভিন্ন খাতে মামলার অভিযোগ

Advertisement

মোঃ ইলিয়াস,খুলনা প্রতিনিধি 

গত ২৮/০৬/২০২৩ রোজ বুধবার  রাত আনুমানিক ৪টার সময় ফুলতলার ইটের ভাটার সামনে একটি পিকয়াপ কে আকিজ কম্পানির একটি গ্যাস ভর্তি গাড়ি  পিছন থেকে ধাকা দেয়।ঘটনাস্থলে পিকাপের ড্যাইভার সুজন মারা যায়,আর হেলপার গুরুতর আহত হয়। তাকে পিকয়াপের পিছনে থাকা ৪জন যাত্রী,ড্যাইভার মারা গেছে ভেবে,শুধু হেলপার কে ফুলতলা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু পরবর্তিতে যারা গাড়িতে ছিলো এবং আমার স্বামী বাসায় ছিলো দূঘটনার কথা শুনে পরে গেছে তাকেও নিয়া আসামি করা হইছে। এমনি কথা জানান আসামীর স্ত্রী রুমা। 
এবিষয়ে নিহতো ড্যাইভার সুজনের মা বাদী হয়ে ৪জনের নামে হত্যা মামলা দায়ের করে।
হরিনটানা থানার পুলিশ এব্যাপারে ৪জন আসামি কে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।