Advertisement
রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর মহানগর বুড়িরহাট,গোয়ালু ২নং ওয়ার্ডের মাদক ও সন্ত্রাস নির্মুল কমিটির আয়োজনে কুখ্যাত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন,মাদক ও সন্ত্রাস নির্মুল কমিটির সভাপতি, মোঃ মন্জুরুল কাদের দুলাল,সাধারণ সম্পাদক, মোঃনজরুল ইসলাম, উপদেষ্টা এবং ২নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম সরওয়ার মির্জা, বীর মুক্তিযোদ্ধা মোঃহাসেন আলী
আরো বক্তব্য রাখেন মোঃ শফিকুল ইসলাম, আব্দুল খালেক, আশু মিয়ার বড় ভাই রাজু মিয়া ও তার বোন রওশন আরা সহ আরো অনেকে। এসময় কাউন্সিলর গোলাম সরওয়ার মির্জা বলেন মাদক ও সন্ত্রাসী নির্মুল কমিটি গঠন করছি অত্র এলাকাকে মাদকমুক্ত একটি সমাজ উপহার দেওয়ার জন্য। আমার বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করি, কিছু দিন যেতে না যেতেই আমাদের কমিটি লোকজনকে জখম করে রক্তাক্ত করে মাদকসেবন কারীরা। এদের আইনানুগ ব্যবস্থা গ্রহন করছি। আইনের মাধ্যমে এদের কঠোর শাস্তি দাবী করছি। আমাদের এলাকাবাসীর শত শত লোক আজ এখানে এসেছে এর প্রতিবাদ জানাতে আশা করছি প্রশাসন দ্রুত এই মাদকসেবনকারীদের ধরে কঠোরতম শাস্তি দিবে।
গত (২৭-০৬-২০২৩) তারিখে কুখ্যাত মাদক ব্যবসায়ী দুর্ধর্ষ সন্ত্রাসী আসাদ ও তার সহযোগীরা মোঃ আশু মিয়াকে হত্যার উদ্যেশ্যে নির্মমভাবে এলো পাতারি ছুরিকাঘাত করে।এরপর আহত আশু মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসাসেবা প্রদান করা হয়। আশু মিয়া ছিলেন মাদক ও সন্ত্রাস নির্মুল কমিটির একজন সদস্য। আশু মিয়া মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের মাদক সেবনে বাধা দেওয়ায় আশু মিয়াকে হুমকি দিয়েছিলো সন্ত্রাসী আসাদ সহ তার সহযোগীরা। মাদক ব্যবসায়ীদের মধ্যে প্রধান হলো মাদক গুরু টাইগার বাদশা,মাদক সম্রাজ্ঞী রিনা,মুক্তা মাদক কারবারি জাহিদ,রাজ,ফারুক,ন্যাংড়া সুলতান, রুনজিনা,লাকী সহ আরো অনেকে।এদিকে আহত আশু মিয়ার স্ত্রী তার স্বামীর আহতকারীদের দ্রুত বিচার চান। এবং তিনি বলেন আমার স্বামীকে যারা আহত করছে তারা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলেন জানান।তিনি বলেন এর সুষ্ঠু বিচার চাই । যদি আমি বিচার না পাই আমি এই রাজপথ ছাড়ব না।
এ বিষয়ে রংপুর জেলা প্রশাসকের কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা এর আইনানুগ ব্যবস্থা গ্রহন করছি। তবে অতি শীগ্রই আসামীদের গ্রেফতার করা হবে।