lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৩১ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-31T17:18:37Z
জেলার সংবাদ

১০ বছর পর সালথা উপজেলায় যুবলীগের সম্মেলন

Advertisement

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় ১০ বছর পর  যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জুলাই) বিকালে জেলা মাল্টিপারপাস অডিটোরিয়াম হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু।

উপজেলা যুবলীগের সভাপতি মো: খায়রুজ্জামান বাবুর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু। 

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুব লীগের প্রেসিডিয়াম সদস্য এমপি মুজিবুর রহমান নিক্সন, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক আবু মুনির মোঃ শহিদুল হক রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, বাংলাদেশ আওয়ামী যুব লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী  কমিটির সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, সদস্য এ্যাড. এম. এ কামরুল হাসান খান আসলাম, নিয়াজ জামান সজিব, আরিফুল হাসান। 

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফরিদপুর জেলা শাখার যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদার। 

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফরিদপুর জেলা শাখার যুগ্ম  আহ্বায়ক মোঃ শাহ্ সুলতান রাহাত। 

সম্মেলনে কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলার বর্তমানের যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এসময় সম্ভাব্য ৬জন সভাপতি পদপ্রার্থী এবং ১১জন সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের বায়োডাটা জমা নেওয়া হয়। বায়োডাটা যাচাই-বাছাই শেষে পরবর্তীতে নতুন কমিটি ঘোষণা দেওয়ার কথা জানান নেতারা।