lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
Last Updated 2023-07-04T14:50:32Z
জেলার সংবাদ

বাউফলে লাপাত্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা

Advertisement

পটুয়াখালী প্রতিনিধিঃ

ঈদুল আযহার সরকারি ছুটি শেষে সরকারি অফিসের কার্যক্রম শুরু হয়েছে গত রবিবার(২জুলাই) থেকে। কিন্তু আজ মঙ্গলবার(৪জুলাই) পর্যন্ত তিন কার্যদিবস এবং ঈদের আগের চার কার্যদিবসসহ প্রায় এক সপ্তাহ ধরে  অফিস করেননি পটুয়াখালীর বাউফল উপজলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাজমুল হক। 

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারও তার অবস্থান নিশ্চিত করতে পারেননি।অফিসের কারো সাথেই নেই তার কোন যোগাযোগ। 

আজ মঙ্গলবার(৪জুলাই) দুপুরে সরেজমিনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গিয়ে দেখা যায়, অফিসের একাডমিক সুপার ভাইজার নূরনবী, হিসাব রক্ষক মোঃ জাহিদুর রহমানসহ অন্যরা উপস্থিত থাকলেও মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হকের দেখা মেলেনি। তাঁর কক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। এ সময় মাধ্যমিক শিক্ষা অফিসার কোথায় আছেন জানতে চাইলে অফিসের হিসাব রক্ষক জাহিদুর রহমান বলেন, স্যার ছুটিতে আছেন বলে আমি জানি। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই অফিসের এক কর্মচারী বলেন, মাধ্যমিক স্যার ঈদের আগের চার দিন অফিস করেননি। আবার ঈদর পর তিন দিন পর্যন্ত অফিসে আসেননি। তিনি ছুটিতে আছেন কিনা তাও জানিনা। তিনি আরও বলেন, তিনি নিয়মিত অফিস করেন না। তিনি সপ্তাহে দুই দিন অফিস করেন। বাকী দিন গুলা অনুপস্থিত থাকেন। আবার যে দুই দিন উপস্থিত থােকন সে দুই দিনের অধিকাংশ কাজও বাসায় বসে করে থাকেন। 

এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হকের মুঠোফান(০১৭১১১১১৭৫৯) নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মজিবর রহমান বলেন, নিয়মানুযায়ী লিখিতভাবে ছুটি নেওয়ার কথা থাকলেও তিনি মৌখিকভাব আমার কাছ থেকে এক দিনের ছুটি নিয়েছেন। একদিন ছুটি নিয়ে সাত দিন ছুটি কাটায় কীভাবে? খোঁজ নিয়ে দেখছি।